Dhaka , সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সহকারী অধ্যাপক শাহানাজ বাহারের মৃত্যুতে আব্দুল করিম নিপুর শোক প্রকাশ নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাযিল মাদরাসা তালামীযের কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কমলগঞ্জে নজরানা ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ও বন্ধনের উদ্যোগে “ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত সাংবাদিক মাহফুজ শাকিলের পিতার দাফন সম্পন্ন শ্রীপুর জালালিয়া কামিল (এম এ) মাদ্রাসায় কামিল শ্রেণির অনুমোদন উদযাপনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়

কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান। এসময় ভোট কার্যক্রম পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: জয়নাল আবেদীন বাচ্চু ও মো: শওকতুল ইসলাম শকু। মোট ৯৩৫ ভোটারের মধ্যে ৪৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো: জয়নাল আবেদীন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকতুল ইসলাম শকু পান ৪২৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চার প্রার্থী। এর মধ্যে ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল জলিল জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান মনির পান ৩৪৮ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মো: জয়নুল ইসলাম জুনেদ পান ৩৮ ভোট এবং মো: বদরুল হোসেন খান পান ১৭২ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী। এ পদে বদরুজ্জামান সজল ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ চৌধুরী পান ৩২৯ ভোট এবং সুফিয়ান আহমদ পান ১৯৯ ভোট।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হন কমর উদ্দিন আহমদ কমরু। এ পদে মইনুল হক বকুল পান ৩৩৮ ভোট, মো: সরওয়ার আলম বেলাল পান ১৬১ ভোট এবং দেলোয়ার হোসেন পান ২১৫ ভোট।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রার্থী। এ পদে ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মুক্তাদির মনু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপার আহমদ পান ২৫৩ ভোট এবং দেলোয়ার হোসেন পান ২১৫ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে মো: নুরুল ইসলাম ইমন পান ৭৭ ভোট এবং মঈন উদ্দিন স্বপন পান ৪০ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান জানান, সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী নেতৃবৃন্দ কুলাউড়া উপজেলা বিএনপিকে আরও সংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সহকারী অধ্যাপক শাহানাজ বাহারের মৃত্যুতে আব্দুল করিম নিপুর শোক প্রকাশ

কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

Update Time : ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান। এসময় ভোট কার্যক্রম পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: জয়নাল আবেদীন বাচ্চু ও মো: শওকতুল ইসলাম শকু। মোট ৯৩৫ ভোটারের মধ্যে ৪৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো: জয়নাল আবেদীন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকতুল ইসলাম শকু পান ৪২৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চার প্রার্থী। এর মধ্যে ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল জলিল জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান মনির পান ৩৪৮ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মো: জয়নুল ইসলাম জুনেদ পান ৩৮ ভোট এবং মো: বদরুল হোসেন খান পান ১৭২ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী। এ পদে বদরুজ্জামান সজল ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ চৌধুরী পান ৩২৯ ভোট এবং সুফিয়ান আহমদ পান ১৯৯ ভোট।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হন কমর উদ্দিন আহমদ কমরু। এ পদে মইনুল হক বকুল পান ৩৩৮ ভোট, মো: সরওয়ার আলম বেলাল পান ১৬১ ভোট এবং দেলোয়ার হোসেন পান ২১৫ ভোট।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রার্থী। এ পদে ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মুক্তাদির মনু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপার আহমদ পান ২৫৩ ভোট এবং দেলোয়ার হোসেন পান ২১৫ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে মো: নুরুল ইসলাম ইমন পান ৭৭ ভোট এবং মঈন উদ্দিন স্বপন পান ৪০ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান জানান, সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী নেতৃবৃন্দ কুলাউড়া উপজেলা বিএনপিকে আরও সংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।