
কুলাউড়া টুডে প্রতিনিধি : মারজান চৌধুরী
মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত জুয়েল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুয়েল স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। কাজ হারিয়ে হতাশ হয়ে তিনি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। গত ৭ আগস্ট শমসেরনগর রোডের “সদাইপাতি” দোকানে একা অবস্থায় রুবেলকে লক্ষ্য করেন তিনি। প্রথমে রঙ কেনার অজুহাতে দোকানে প্রবেশ করে হঠাৎ ছুরি দিয়ে আঘাত করেন। রুবেল চিৎকার করলে একের পর এক ছুরিকাঘাত করে হত্যা করেন জুয়েল। পরে ক্যাশ ড্রয়ার থেকে মাত্র ১১০০ টাকা নিয়ে পালিয়ে যান।
এই ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশের তৎপরতায় খুনি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে।
এদিকে স্থানীয়রা এ হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।