
রাজধানী ও নারায়ণগঞ্জে চালানো সাঁড়াশি অভিযানে ২৯ লাখ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের অন্যতম হোতা সুমনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ঈদ সামনে রেখে জাল টাকা তৈরি ও বাজারে ছাড়ার চেষ্টায় সক্রিয় হয়ে উঠেছিল এই চক্র। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট তৈরি ও বিক্রি করছিল।
উপ-পুলিশ কমিশনার জানান, অপরাধীরা ইতোমধ্যে ৪০ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে। আরও বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করে তারা সরবরাহের অপেক্ষায় ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জাল নোট তৈরি ও বিক্রির অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং জাল নোট চক্র নির্মূলে আরও অভিযান চালানোর পরিকল্পনা করছে।