
মো.ময়জুল ইসলাম :
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২২ আগস্ট,শুক্রবার লংলা ইউনাইটেডের আয়োজনে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংলা ইউনাইটেডের সভাপতি নবাব আলী হাসিব খান ও লংলা ইউনাইটেড এর সাধারণ সম্পাদক আব্দুল কাদির এর সঞ্চালনায়-
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাস খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, দারুচ্ছুন্নাহ ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আহসান উদ্দিন, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ ও নবাব আলী বাকর খান হাসনাইন, টিলাগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসিত, পৃথিমপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, কর্মধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমেদ, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ গোলাম রহমত আজমল, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দুলাল মাহমুদ, যুবদল নেতা সালাম আহমদ, কামরুল হাসান প্রমুখ।

লংলা ইউনাইটেডের সদস্য সুমন আহমদ, আহমেদ হাসান, মোশাররফ, তাহসিন।
এছাড়া ও উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক ও লংলা ইউনাইটেডের সদস্য বৃন্দ।
বক্তারা বলেন, লংলা ইউনাইটেডের এমন উদ্যোগ ছাত্রছাত্রীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে। শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় কাজ করতে পারে, সেজন্য সবাই তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
লংলা ইউনাইটেডের সভাপতি নবাব আলী হাসিব খান বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা ও তাদের ভবিষ্যতের জন্য উৎসাহ প্রদান করা। তারা যেন আগামীতে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে, সেই চেতনায় এ আয়োজন।
অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

ময়জুল ইসলাম 











