
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রীদের সাথে নজিরবিহীন অসৌজন্যমূলক আচরণ এবং ট্রেন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী স্টেশন মাস্টার (এএসএম) মো. কামাল হোসেনের বিরুদ্ধে। শনিবার (১৬ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় অভিযুক্ত কর্মকর্তা টেলিফোনের রিসিভার ছুড়ে মারছেন, যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছেন এবং ট্রেন বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন।
কুলাউড়া শহরের সোনাপুর এলাকার বাসিন্দা ও ছাত্রনেতা আতিকুল ইসলাম আতিক অভিযোগ করে বলেন, “সহকারী স্টেশন মাস্টার কামাল হোসেন দীর্ঘদিন ধরে যাত্রীদের সাথে এ ধরনের স্বৈরাচারী আচরণ করে আসছেন। আমরা তার বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম জানান, “আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। কামাল সাহেবের এমন আচরণে মনে হচ্ছিল রেলওয়ে স্টেশন ও ট্রেনগুলো তার ব্যক্তিগত সম্পদ।”
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই বলেন, “আমরা ট্রেনের উন্নয়ন ও দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছি। এরই মধ্যে তিনি আমাদের চরম হুমকি দিয়েছেন।”
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল বলেন, “উনার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তিনি শুধু যাত্রীদের সাথেই নয়, অধীনস্থ কর্মচারীদের সাথেও খারাপ ব্যবহার করেন এবং এলাকায় দাপট দেখান।”
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, “আমি ঘটনাটির ভিডিও দেখেছি এবং ইতিমধ্যে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও কুলাউড়া থানা পুলিশ স্টেশনে অবস্থান নেয় এবং যাত্রীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।