
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পালগ্রামের মেধাবী কন্যা নীলিমা রানী নাথ জয় করেছেন যুক্তরাষ্ট্রের Virginia State University। Experimental Condensed Matter Physics বিষয়ে পিএইচডি করার জন্য তিনি পেয়েছেন পূর্ণ স্কলারশিপ—যা কুলাউড়ার মানুষের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত।
স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ মোহন নাথ (অরুণ মাস্টার) ও স্মৃতি রানী ভৌমিকের দ্বিতীয় কন্যা নীলিমা ছোটবেলা থেকেই ছিলেন পড়াশোনায় অসাধারণ।
তিনি ২০১৩ সালে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৫ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় ডিগ্রিতেই অর্জন করেন কৃতিত্ব।
পিএইচডি সম্পন্ন করে নীলিমা দেশে ফিরে বিজ্ঞান গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ এবং তরুণদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার স্বপ্ন দেখছেন।
তার এই সাফল্যে কুলাউড়া ও মৌলভীবাজার জুড়ে চলছে অভিনন্দন আর গর্বের জোয়ার। শিক্ষাবিদ, সহপাঠী ও এলাকাবাসী সবাই তার মেধা ও দৃঢ়সংকল্পের প্রশংসায় পঞ্চমুখ।