
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে জাতীয় পার্টি (জিএম কাদের) তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির পরীক্ষিত নেতা এম এ মালিক। তিনি দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন এম এ মালিক। এর মাধ্যমে কুলাউড়া আসনে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি আরও দৃশ্যমান ও সুসংগঠিত রূপ পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় এম এ মালিক বলেন, তিনি এর আগেও কুলাউড়া সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং সে সময় এলাকার সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া, ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন। এবারও তিনি জনগণের সেই ভালোবাসা ও সমর্থনের ধারাবাহিকতা প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে কুলাউড়ার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে কাজ করবো। কুলাউড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
এম এ মালিক জানান, নির্বাচনী প্রচারণায় তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনবেন এবং একটি জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য ও মনোনীত প্রার্থীরা মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছেন। গণসংযোগ, মতবিনিময় সভা ও দলীয় কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে জমে উঠছে।
এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির প্রার্থী এম এ মালিকের আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে কুলাউড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি ও আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, অভিজ্ঞ ও পরিচিত মুখ হিসেবে এম এ মালিকের প্রার্থীতা জাতীয় পার্টির অবস্থানকে এ আসনে আরও শক্তিশালী করবে।

Reporter Name 








