শহীদ হাদির জানাজায় সর্বস্তরের মানুষের ব্যাপক সমাগম হবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।
জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিদের কোনো ধরনের ব্যাগ, ঝোলা বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে তল্লাশি চৌকিতে কড়াকড়ি থাকবে।
জানাজা চলাকালীন সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে সব ধরণের ড্রোন বা রিমোট কন্ট্রোলড উড়ন্ত যান ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এর আগে আজ সন্ধ্যায় হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছালে তা বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে হাজারো ছাত্র-জনতা প্রিয় এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। আগামীকাল সংসদ ভবনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

কবি নজরুলের পাশে দাফন করা হবে শহীদ ওসমান হাদিকে
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, কবি নজরুলের মাজার সংলগ্ন এলাকায় তাঁকে সমাহিত করার কথা রয়েছে।শহীদ ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দেশজুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ওই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে আততায়ীর গুলিতে আহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি শাহাদাত বরণ করেন।

Reporter Name 















