
কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ পালগ্রামের সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। ২৭ সেপ্টেম্বর শনিবার গণসংযোগকালে তিনি পূজারীদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, ইউনিয়ন জামায়াতের সভাপতি ও রাউৎগাঁও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ ইকবাল ছালাম, সেক্রেটারি ডা. ময়নুল ইসলাম, রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদার, ইউনিয়ন সভাপতি রিপন আহমদ প্রমুখ।