
নিজস্ব প্রতিবেদন:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৩নং ভাটেরা ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ পূজামণ্ডপের সভাপতি-সচিববৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক। তিনি পূজা ঘিরে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি। স্বাগত বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমিত মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সচিব সুভাষ কর, মাধব চক্রবর্তী, গোপাল বিশ্বাস, সুরেন্দ্র মল্লিক, মানিক দেব, সবুজ দেবনাথ, পীযুষ চক্রবর্তী, শামিল দেব, মিরা মালাকার, শামল মৃর্ধা, নিপু মল্লিক, টুকন রাম বিশ্বাস, মানিক দাস প্রমুখ।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াজ তালুকদার, মখলিছ মিয়া তালুকদার, রিপন আহমদ, হেলন মিয়া, শাহ আব্দুল লতিফ, সেলিম আহমদ, মনসুর তালুকদার, রাজনৈতিক অঙ্গন থেকে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি শাহ ফখর উদ্দিন, জামায়াতে ইসলামী ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম, ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আযাদ মিয়া সিদ্দিকী। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান তালুকদার।
সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, এ বছর ভাটেরা ইউনিয়নের শ্রীশ্রী কালী বাড়ি মন্দিরে ১০০০ হাতের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা ইতিমধ্যেই সর্বমহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
মিটিং শেষে ভাটেরা মাইজগাঁও শ্রী শ্রী কালি বাড়ী মন্দির পরিদর্শন করেন।