দি কুরআনিক হোম ভাটেরায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
-
মারজান চৌধুরী
-
Update Time :
০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
-
৮০
Time View

মারজান চৌধুরী:
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দি কুরআনিক হোম ভাটেরা’য় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক মহতী আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) মাদ্রাসার হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বাবুল খান।পরিচালনা পর্ষদের সদস্য শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী ও মারুফ খান স্বপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বয়ান রাখেন বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব।
তিনি তাঁর বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে মুসলিম উম্মাহকে তাঁর আদর্শে ফিরে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বয়ান রাখেন মুফতি হাবিবুর রহমান হাসানি, আরবি প্রভাষক মনসুর মোহাম্মদীয় ফাজিল মাদ্রাসা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
রাধানগর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলাম,
বড়গাওঁ সুন্নি জামে মসজিদের ইমাম,মাওলানা হাফিজ সামছুদ্দিন,
অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ রাজন খান, সহকারী শিক্ষক হাফিজ আজিজুল হক।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের উপদেষ্ঠা হাজী মনিরুল ইসলাম,সহ সভাপতি হাজী সুন্দর আলী, সহ সভাপতি আজমিল আলী,কোষাধ্যক্ষ বারিক মিয়া তালুকদার, সদস্য কুতুব আলী, বড়গাও পঞ্চায়েতের মুরব্বী মুক্তার মিয়া ,কাতার প্রবাসী সিলিক খান, মাইজগাও গ্রামের মুরব্বী কুতুব আলী তালুকদার সাইস্তা মিয়া তালুকদার,ইসলামি ব্যাংক ভাটেরা শাখার সিনিয়র অফিসার আসুক মিয়া সিদ্দিকী,রাধানগর গ্রামের মুরব্বী আব্দুল মান্নান,জুয়াইদ আলী,ছাত্রনেতা হাফিজ জাবেদ আহমদ প্রমূখ।

এছাড়া যুব পরিষদের সদস্য বৃন্দ সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। শেষে দরুদ শরীফ পাঠ, দেশ ও প্রবাসীদর উদ্দেশ্যে মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।