
মিফতা আহমদ রাফি:
আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলকে ঘিরে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ কাউন্সিলে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭ জন প্রার্থী। তৃণমূলের নেতাকর্মীরা ভোটের এ উৎসবে সম্পৃক্ত হয়ে দলে নতুন নেতৃত্ব নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইবারের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু এবং কুলাউড়া পৌরসভার পাঁচবারের কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ভূকশিমইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান এবং বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রনেতা সুফিয়ান আহমদ এবং আরও একজন প্রার্থী। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ইমন, ব্রাহ্মণবাজার বিএনপি নেতা মহিউদ্দিন স্বপন এবং ভাটেরা বিএনপি নেতা সিপার আহমেদ।
কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. রেদওয়ান খান জানান, যাচাই-বাছাই শেষে ১৩ ইউনিয়নের ৯২৩ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং সব ধরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কাউন্সিল পরিচালনার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান এবং সদস্যরা হলেন অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম ও শিক্ষক আব্দুল মুহিত চৌধুরী রিপন।
উল্লেখ্য, এবারের কাউন্সিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কে শেষ হাসি হাসবেন—সেই অপেক্ষায় এখন কুলাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।