
কুলাউড়ায় মানবিক সংগঠন VAIJAN24 গ্রুপের ৪ বছর পূর্তি উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান এস.এ পলাশ, পরিচালক মণ্ডলির সদস্য, এডমিন প্যানেল এবং গ্রুপের সদস্যবৃন্দ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংলা ইউনাইটেডের সভাপতি নবাব আলী হাছিব খান, বাহরাইন প্রবাসী মিছবাহ উদ্দিন বাপ্পা প্রমুখ।
এস.এ পলাশ বলেন,
আমরা ২০২১ সাল থেকে আর্তমানবতার পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অসহায় মানুষকে সাহায্য করতে নেতা হওয়া লাগে না, পদ-পদবি লাগে না। দরকার শুধু আন্তরিকতা। যতদিন বেঁচে আছি, একজন সাধারণ মানুষ হিসেবেই মানবিক কাজ করে যেতে চাই।
তিনি CHANNEL DC কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, শীতকালীন এই আয়োজনে টিশার্ট স্পনসর করার মাধ্যমে মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য।

অনুষ্ঠানে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে মোবাইল পুরস্কার বিতরণ-এর মাধ্যমে দিনব্যাপী আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।