প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৪:১৪ পি.এম
ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক হৃদয় আহমদ সদর নির্বাচিত

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, কুলাউড়া (মৌলভীবাজার):
ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বাজারের ব্যবসায়ী ও ভোটারদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে শেখ মোঃ আকমল হোসেন তালুকদার ১৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার মার্কার শাহ আব্দুল লতিফ পেয়েছেন ৯৮ ভোট।
সহ-সভাপতি পদে মোরগ মার্কার সেলিম আহমদ ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল মার্কার আব্দুল মন্নান পেয়েছেন ১৩০ ভোট।
সাধারণ সম্পাদক পদে আনারস মার্কার হৃদয় আহমদ সদর ১৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা-চাবি মার্কার শেখ সাহাব উদ্দিন সিদ্দিকী পেয়েছেন ১১৬ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মাছ মার্কার শেখ মোঃ তামিম ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে কাপ-পিরিচ মার্কার সুজেল তালুকদার সুমন পেয়েছেন ৬৯ ভোট, মই মার্কার মোঃ সুমেল আহমদ পেয়েছেন ৪৩ ভোট এবং বই মার্কার আব্দুস সালাম মিয়া পেয়েছেন ২৯ ভোট।
সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে চশমা মার্কার জুয়েল মিয়া ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গরুর গাড়ি মার্কার দেলোয়ার হোসেন লিটন পেয়েছেন ৮৮ ভোট।
অর্থ সম্পাদক পদে হাতি মার্কার শাহ মোঃ ছালেক আহমদ ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস মার্কার মোঃ সোহাগ উদ্দিন পেয়েছেন ১২১ ভোট।
সহ-অর্থ সম্পাদক পদে রুবেল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে ফুটবল মার্কার আব্দুস সামাদ তালুকদার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে হাতপাখা মার্কার কামরুজ্জামান পেয়েছেন ১০০ ভোট।
সদস্য পদে ডাব মার্কার করিম বিন হামিদ ২০২ ভোট, কলস মার্কার শাহ হাবিবুর রহমান লিকন ১৭৭ ভোট এবং দোয়েল পাখি মার্কার শেখ জয়নুল ইসলাম সিদ্দিকী ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জলিল পেয়েছেন ৮৬ ভোট।
এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সামাদ। তাঁর সঙ্গে দায়িত্ব পালন করেন সহকারী নির্বাচন কমিশনার শামীম খান ও টুকন বিশ্বাস। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
নির্বাচন পরিচালনায় সহযোগিতার জন্য গঠিত উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন—
শেখ সাইদুল ইসলাম পাখি (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), আব্দুল মোনায়েম ঝুরু, মশাহিদ খান, তারা মিয়া, অজয় বাবু, আনসার আহমদ, মুহিবুর রহমান মুহিব এবং আব্দুল বাতেন জাদি। তাঁরা নির্বাচন চলাকালীন সময় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নির্বাচন চলাকালে ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বিগণ, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আযাদ মিয়া সিদ্দিকী, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিম, কুলাউড়া থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং একটি আধুনিক ও ব্যবসাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।