
কুলাউড়া প্রতিনিধি:
তরুন লেখক জাহিদুল ইসলাম হুসামের আয়োজনে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কারা নির্যাতিত ব্লগার শাফিউর রহমান ফারবি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল,আল ইসলাহ নেতা আফজাল হোসেন সাজু, বাংলাদেশ তালামিযে ইসলামিয়া কাদিপুর ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন, জুলাই যোদ্ধা শেখ বদরুল হোসেন রানা, ইব্রাহিম আলী।
বক্তারা বলেন, বই এমন এক সঙ্গী, যে তোমার পাশে থাকে নিঃশব্দে- তোমাকে বোঝে, কিন্তু কোনোদিন বিচার করে না। বই তোমাকে দূরে কোথাও নিয়ে যায়,
যেখানে তুমি হয়তো কখনো যাওয়া কল্পনাও করোনি—
কিন্তু মনে হবে ঠিক সেখানেই তোমার থাকা উচিত।
একটা বই কখনো শেষা হয় না,
শেষ পৃষ্ঠা বন্ধ হয়।
যে মানুষ বইকে ভালোবাসে,
সে একটু শান্ত, একটু গভীর, আর অনেকটাই আলোকিত হয়ে যায়।
অতএব সকলকে বই পড়ায় মনোযোগী হতে হবে।

বুকডিপোর শুভ উদ্বোধন করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমজাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্বারী সোহেল আহমেদ।অতিথিদের বক্তব্য ও বুকডিপোর উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

Reporter Name 









