
শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ভাটেরা স্টেশন বাজারে আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন–২০২৫ কে ঘিরে ব্যবসায়ী সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছে, যেখানে মনোনয়ন বিতরণ থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত সকল কার্যক্রমের তারিখ ও সময় উল্লেখ রয়েছে।
তফসিল অনুযায়ী ০৪ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ০৫ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) দুপুর ২:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত হচ্ছে ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতি কার্যালয়ে। মনোনয়ন ফরম বিতরণ শুরুর পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি বাজারে নির্বাচনী আমেজ আরও বৃদ্ধি করেছে।
তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রমের সময়সূচি
– ০৪ ও ০৫ ডিসেম্বর ২০২৫: মনোনয়ন ফরম বিতরণ
– ০৬ ডিসেম্বর ২০২৫: মনোনয়ন ফরম জমা (সকাল ১০টা–দুপুর ২টা)
– ০৭ ডিসেম্বর ২০২৫: মনোনয়ন যাচাই
– ০৮ ডিসেম্বর ২০২৫: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ (সকাল ১০টা–দুপুর ১টা)
– ০৯ ডিসেম্বর ২০২৫: মনোনয়ন প্রত্যাহার
– ১০ ডিসেম্বর ২০২৫: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ
– ১৮ ডিসেম্বর ২০২৫: প্রচার প্রচারণা শেষ (রাত ১১টা পর্যন্ত)
– ২০ ডিসেম্বর ২০২৫: ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ (সকাল ৯টা–বিকেল ৪টা)
নির্বাচন কমিশন জানায় এ পযন্ত সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ সাধারণ পদে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচনকে সুস্থ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ জন্য প্রার্থী, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
ব্যবসায়ী সমাজের প্রত্যাশা, নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বাজারের উন্নয়ন, শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবসায়িক পরিবেশ আরও সমৃদ্ধ হবে। ইতোমধ্যে বাজারে নির্বাচনী আলোচনা, সম্ভাব্য প্রার্থীদের যোগাযোগ ও ব্যবসায়ীদের মতামত বিনিময় জমে উঠেছে।
ভাটেরা স্টেশন বাজারে এ নির্বাচনী উচ্ছ্বাস আগামী দিনগুলোতে আরও বাড়বে বলে ধারণা স্থানীয়দের।

Reporter Name 









