
মৌলভীবাজার প্রতিনিধি ॥
মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-২৩৫৯ এর অন্তর্ভুক্ত কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হওয়ায় প্রিয় বেলালকে সংবর্ধনা প্রদান করেছে ভাটেরা গ্রুপ কমিটি।
রবিবার সন্ধ্যায় ভাটেরা স্টেশন বাজারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটেরা গ্রুপ কমিটির সভাপতি জুয়েল আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন সিদ্দিকী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সদস্য ও উপজেলা প্রেসক্লাব কুলাউড়ার সদস্য সাইফুল ইসলাম সিদ্দিকী, মালিক সমিতি ভাটেরার সাংগঠনিক সম্পাদক সিলিক মিয়া সিদ্দিকী, ভাটেরার সর্বস্তরের শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দসহ স্টেশন বাজারের ব্যবসায়ীরা।
অতিথিরা নবনির্বাচিত বেলালকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে হাফিজ বাবলু আহমদ এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Reporter Name 









