স্টাফ রিপোর্টার │ সিলেট │ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
সিলেটের অপরাধ জগতে এখন এক ভয়ের নাম — সাংবাদিক জাহাঙ্গীর আলম রাসেল।
চাঁদাবাজি, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে তিনি সিলেটসহ জাতীয় পর্যায়ে আলোচিত হয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়ায় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের কাছে তিনি ইতোমধ্যেই সাহসী সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন।
গত কয়েক বছরে বিভিন্ন প্রভাবশালী মহলের দুর্নীতির খবর প্রকাশ করে জাহাঙ্গীর আলম রাসেল বারবার আলোচনায় এসেছেন।
ঢাকায় অনলাইন সাংবাদিকদের সংগঠিত করার পাশাপাশি সিলেটেও অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি।
আধুনিক মোবাইল জার্নালিজম-এর মাধ্যমে তিনি গড়ে তুলেছেন জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘মোবাইল মিডিয়া’, যা মানুষের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিচ্ছে।
অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে তিনি ঢাকাসহ সিলেট অঞ্চলে সংগঠন গড়ে তুলেছেন। নতুন প্রজন্মের সংবাদকর্মীদের উৎসাহিত করতেই তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
সম্প্রতি দুর্নীতি ও অনিয়মের কিছু সংবেদনশীল প্রতিবেদন প্রকাশের পর তিনি নানা ধরনের হুমকির মুখে পড়েন।
তবুও থেমে থাকেননি— বরং চাঁদাবাজ ও ভুয়া সাংবাদিকদের সিন্ডিকেটের বিরুদ্ধেও তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তাদের অসংগতি ও অনৈতিক কার্যকলাপ।
সব ধরনের ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে তিনি নির্ভীকভাবে সত্য প্রকাশে কাজ করে যাচ্ছেন।
তাঁর এই আপোষহীন অবস্থান ও দুর্নীতিবিরোধী ভূমিকা ইতোমধ্যেই সিলেটের গণমাধ্যম অঙ্গনে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।