
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার শহরের কোর্ট রোড সার্কিট হাউস এলাকা নিবাসী, মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা'র সভাপতি, সাংবাদিক, কবি ও সংগীত শিল্পী তমাল ফেরদৌস দুলাল ৩০ অক্টোবর ভোর ৪:৩০ মিনিটের সময় মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে দুরারোগ্য ক্যানসার ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
মরহুম এর জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর ২ টায় মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাঢন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে, মা, ভাই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
শোক প্রকাশ: সিনিয়র সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হেসেন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কুলাউড়া টুডে অনলাইন পত্রিকার সম্পাদক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।