
আরিফুল ইসলাম:
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কুলাউড়া রেলওয়ে স্টেশনে ‘এনআইডি যার, ভ্রমণ তার’ উদ্যোগের বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (২৭ অক্টোবর) দুপুর ১টায় কুলাউড়া রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
অভিযানকালে যাত্রীদের টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মিল পরীক্ষা করা হয়। এ সময় এনআইডির সঙ্গে টিকিটের তথ্য না মেলায় মোট ১,৯২০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রুমান আহমদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ট্রেনের টিকিট বিক্রিতে স্বচ্ছতা ও কালোবাজারি রোধে ‘এনআইডি যার, ভ্রমণ তার’ উদ্যোগ বাংলাদেশ রেলওয়ের একটি চলমান কার্যক্রম।

Reporter Name 









