মারজান চৌধুরী:
গতকাল সন্ধ্যার দিকে প্রায় একই সময় ভাটেরা ইউনিয়নের দুটি পৃথক গ্রামে সংঘটিত হয়েছে দুঃসাহসিক ও পরিকল্পিত চুরি।
প্রথম ঘটনাটি ঘটেছে বড়গাঁওয়ের প্রখ্যাত ও শ্রদ্ধেয় আলেম হায়দর পীর সাহেবের বাড়িতে।
অন্য ঘটনাটি মাইজগাঁও গ্রামে, যেখানে মরহুম আব্দুল হাই সিদ্দিকী সাহেবের পরিবারের বাড়িতে একই কায়দায় চোরের আঘাত হানে।
স্থানীয় সূত্রে জানা যায় — চোরের দল অত্যন্ত নিখুঁত ও পেশাদার পদ্ধতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে।
দুই বাড়িতেই নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ বেশ কিছু মূল্যবান দ্রব্যাদি চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চুরির ঘটনাগুলো এতটাই পরিকল্পিত ছিল যে আশপাশের কেউ টেরই পাননি।
ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ছুটে এসে পুরো বিষয়টি নজরে আনেন এবং তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়।
পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল দুটি পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
তারা মনে করছেন — একই চক্র পূর্বপরিকল্পিতভাবে একই সময়ে দুই গ্রামকে টার্গেট করেছিল।
এরই মধ্যে দুই গ্রামসহ পুরো ভাটেরা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জনসাধারণের দাবি — দ্রুত এই চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক।
ভাটেরা ইউনিয়নে একই রাতে এমন সমন্বিত চুরির ঘটনা স্থানীয় সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সবাই গভীর উদ্বেগের সাথে পরিস্থিতির দিকে নজর রাখছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।