
স্টাপ রিপোর্ট :
গতকাল রাতে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেংছড়ি এলাকায় সড়কের মধ্যে গাছ ফেলে মোটরসাইকেল এর গতিরোধ করে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের দিকনির্দেশনায় দ্রুত মাঠে নামে পুলিশ। অভিযান চালিয়ে পুলিশ জুয়েল মিয়া, পিতা : কনা মিয়া, গ্রাম : গোবিন্দপুর নামে এক ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় ডাকাতি আতঙ্কে থাকা সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেয়েছে এবং ওসি ওমর ফারুক ও কুলাউড়া থানা পুলিশের প্রতি স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান তার নামে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।