জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে শ্রীমঙ্গলে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয়। এবার দেবী দুর্গার অপরাজিতা পুরে পূজা করা হয় ১২ বছরের মেয়ে অর্জিতা ভট্টাচার্য শ্রুতিকে।
অর্জিতা শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তপস্বীপাড়া গ্রামের শ্যামল ভট্টাচার্য ও শিবানী ভট্টাচার্য এর মেয়ে। সে একটি স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রী। পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে হাজারো দর্শনার্থী ভীড় করেন। রঘুনাথপুরের আনন্দময়ী কালীবাড়িতে এবছর ২৮তম কুমারী পূজার আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।