কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের সার্বজনীন শ্রীশ্রী কালি বাড়ী মন্দিরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দের শুভ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) মন্দির কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশেন্দ্র মল্লিক এবং সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিত মল্লিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. এড. আবু তাহের।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু
মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুস সালাম
গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা তাজুল ইসলাম তাজ জেলা শাখার সদস্য সাংবাদিক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী ও সৈয়দ শফিক আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম পাকি (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৩নং ভাটেরা ইউনিয়ন), ইউপি সদস্য শাহ লতিফ, সেলিম আহমদ, মকলিস আহমেদ, সুশেন, মানিক দেব (সভাপতি পূজা পরিচালনা কমিটি), মিরা মালাকার (সাধারণ সম্পাদক), পুরোহিত কাজল চক্রবর্তী, কোষাধ্যক্ষ পরিমল মল্লিক, সহ-সভাপতি মানিক দেব, ইরা মালাকার, মিলন দাস, লিটন মালাকার, নিসু মল্লিক, সৌরভ মল্লিক, উজ্জ্বল কর, সুমিত মল্লিক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।