
বিশেষ প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় পবিত্র মিলাদ শরীফ ও দোয়া মাহফিল আগামী ৪ অক্টোবর (শনিবার) ভাটেরা শাহী মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভাটেরা আল-মদিনা সিদ্দিকিয়া সুন্নি পরিষদের উদ্যোগে এ আয়োজনে ভাটেরা ও প্রবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ২০০১ সাল থেকে নিয়মিতভাবে এ আয়োজন হয়ে আসছে। মৃত মুর্দেগান, প্রবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ সাইফুল আলম সিদ্দিকী বলেন—
“দোয়া হলো মহৎ ইবাদত। দোয়ার মাধ্যমে খারাপ তকদির পরিবর্তিত হয়, নাজাতের দরজা খুলে যায়, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায়, হায়াত বৃদ্ধি হয়, রিজিকে বরকত আসে, রোগ থেকে শিফা মেলে এবং নেক আশা পূরণ হয়।”
ভাটেরা আল-মদিনা সুন্নি পরিষদের নতুন কমিটি (২০২৫-২০২৭
চেয়ারম্যান : শেখ সাইফুল আলম সিদ্দিকী (সেফুল)
ভাইস চেয়ারম্যান : শেখ মহিবুর রহমান তালুকদার (মইয়ুর), হাফিজ আব্দুস শহীদ চৌধুরী
সাধারণ সম্পাদক : হাফিজ শেখ হাবিবুর রহমান সিদ্দিকী
যুগ্ম সাধারণ সম্পাদক : শেখ আব্দুল্লাহ
সাংগঠনিক সম্পাদক : এম কে জসিম আহমদ তালুকদার
সহ-সাংগঠনিক সম্পাদক : মামুন সিদ্দিকী
ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক : হাফিজ শেখ আব্দুল আজিজ তালুকদার সিদ্দিকী (আজিজ)
প্রচার সম্পাদক : হাফিজ সাহেল আহমদ সিদ্দিকী
সহ-প্রচার সম্পাদক : হাফিজ শেখ জোনায়েদ তালুকদার সিদ্দিকী
অর্থ সম্পাদক : মাওলানা শাহ জায়েদুল ইসলাম তালুকদার
সদস্যবৃন্দ : ফাতির আলী, সামসুল আলম সিদ্দিকী (কলা), আব্দুস সালাম তালুকদার, আব্দুল কাদির, সফিক মিয়া, এম এ রহিম, কামরুল ইসলাম, জালাল উদ্দীন, রমজান আলী, আব্দুল মালেক, শেখ শাহাজান তালুকদার সিদ্দিকী (ফাহাদ)।
উপদেষ্টা হিসেবে রয়েছেন-
হাজি শেখ মর্তুজ আলী তালুকদার সিদ্দিকী, লেছু মিয়া তালুকদার, হাজি শেখ নিমার আলী তালুকদার, হাজি শেখ আবুল হোসন সিদ্দিকী, শেখ আকমল হোসেন তালুকদার, হাজি ছরকত আলী তালুকদার, শাহ আজিজুর রহমান ফারুল, শেখ নামু মেম্বার, শেখ বদরুল আলম তালুকদার সিদ্দিকী (নানু), আব্দুল লতিফ চৌধুরী (কলা), হাজি মাসুক মিয়া তালুকদার, বাবরু মিয়া তালুকদার (মেম্বার), হাজি আব্দুল মতলিব, আব্দুল কালাম তছন, আজমল হুসেন চুনু, ছরফর মিয়া তালুকদার, আব্দুল হান্নান করইতলা, মোহাম্মদ লিলু মিয়া কলিবাদ, মাওলানা শাহ সাইফুর রহমান, সৈয়দ তাহির মিয়া, হাজি আব্দুল লতিফ (মাদরাসা বাজার), এডভোকেট তোফায়েল সবুজ, আবদুল মতিন সিদ্দিকী শাহমীর, শেখ হারিছ মিয়া তালুকদার, হাফিজ শেখ হিফজুর রহমান সিদ্দিকী, শেখ বগুল মিয়া তালুকদার সিদ্দিকী, ছান মিয়া, শেখ সিরাজ মিয়া সিদ্দিকী (তুলাপুর), শেখ মানিক মিয়া সিদ্দিকী (ইসলাম নগর), হিরা মেম্বার, সৈয়দ আব্দুল মজিদ, আকমল হুসেন তালুকদার, শেখ সাইস্তা মিয়া, মাওলানা মুফতি সদর উদ্দীন সিদ্দিকী, শেখ আব্দুল হাই সিদ্দিকী, মোহাম্মদ ফিরোজ আলী, আজিদ মিয়া তালুকদার, হাজি সুন্দর আলী তালুকদার, সৈয়দ বকুল মিয়া, জালাল উদ্দিন তালুকদার, শাহ ফিরোজ আলী, হাজি কমর উদ্দীন, গাবরু মিয়া টেইলর, কাজী সামাদ, আজীদ মোহাম্মদ ফটিক খান, আখলু মিয়া, শেখ কামাল হোসেন সিদ্দিকী (ছালেখ মেম্বার), শেখ মনসুর মিয়া তালুকদার (মেম্বার), সৈয়দ রনি হাসান সালাম, হাজি শেখ আব্দুল হান্নান তালুকদার সিদ্দিকী, কবির মিয়া তালুকদার কবির, হাজি মাখন মিয়া, তারা মিয়া সিদ্দিকী, শেখ তেরা মিয়া তালুকদার, শেখ আকুল মাহাজন, শেখ খছরু মিয়া সিদ্দিকী, মোহাম্মদ আকুল খান, শেখ শেফুল সিদ্দিকী, আব্দুল্লাহ আলমামুন তালুকদার হাদুলা, আব্দুল আলিম চৌধুরী, খয়রুল ইসলাম তালুকদার, মোহাম্মদ কুতুব আলী তালুকদার, হিরন মিয়া তালুকদার সিদ্দিকী (ইরন), মোহাম্মদ ইন্তাজ মিয়া, মোহাম্মদ আব্দুল মালেক, আব্দুস সালাম তালুকদার, আজাদ মিয়া (ইন্ডিয়ান বাড়ি), শেখ দিলু মিয়া, রেনু মিয়া তালুকদার (খামাউরা), শেখ আমরুছ মিয়া সিদ্দিকী, হেলাল মিয়া তালুকদার সিদ্দিকী হেলাল, তোফায়েল চৌধুরী স্বপন, শাহ মইনুল ইসলাম তালুকদার মইনুল, আব্দুল খালেক, নুরাই মিয়া, শেখ হেলাল সিদ্দিকী, আব্দুল মন্নান খান, আসুক মিয়া, বদই মিয়া (কন্ঠেকদার), সিলিক মিয়া সিদ্দিকী, নজরুল ইসলাম (বেলাল), হাজি আব্দুর রহিম তালুকদার, হাজি মুহিবুর খান, সুলেমান সিদ্দিকী প্রমুখ।