
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ॥
কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হযরত ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদ এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও কৃষকদের মধ্যে ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বরমচাল ইউনিয়ন পরিষদ হল রুমে এ অনুষ্ঠান হয়।
প্রথম পর্যায়ে বরমচাল ও ভাটেরা এলাকার শতাধিক অসহায় কৃষকের মধ্যে ৬০টি ছাতা বিতরণ করা হয়। এ উদ্যোগকে স্থানীয় সমাজ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুস শুকুর সরকুম এবং সঞ্চালনা করেন সংগঠনের সংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম সোলেমান।
প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। তিনি বলেন— “মানবিক মূল্যবোধ জাগ্রত করাই সমাজ উন্নয়নের মূল চাবিকাঠি। হযরত ছাতাপীর (রহঃ)-এর আদর্শ আমাদের সমাজসেবায় অনুপ্রাণিত করে।”
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
খোরশেদ আহমদ খান, চেয়ারম্যান বরমচাল ইউনিয়ন পরিষদ, তারেক আহমদ মধু সভাপতি বরমচাল ইউনিয়ন বিএনপি,
মো. দেলোয়ার খান সভাপতি বরমচাল আল ইসলাহ, আলহাজ মো. আবু হানিফ সহ-সভাপতি বরমচাল ইউনিয়ন, মাওলানা আব্দুল হামিদ, শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী সম্পাদক কুলাউড়া টুডে, মো. মুজিবুর রহমান সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা তালামীয়, মাওলানা আব্দুল কাদির ইমাম ও খতিব ফুলেরতল কেন্দ্রীয় জামে মসজিদ, হেলাল আহমদ খান সাধারণ সম্পাদক বরমচাল ইউনিয়ন বিএনপি, এস ডি রুবেল, সহ-সাধারণ সম্পাদক হযরত ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদ, আব্দুর রহমান চৌধুরী আব্দুল্লাহ, মো. সেলিম আহমেদ ও সোহেল সিদ্দিকী, সদস্য, স্মৃতি পরিষদ, মো. আজিজুর রহমান সভাপতি বরমচাল ইউনিয়ন তালামীয়, মোঃ কাওছার আহমদ সাধারণ সম্পাদক ভাটেরা ইউনিয়ন তালামীয়, এবং সাংবাদিক মো. ইব্রাহিম আলী সম্পাদক কুলাউড়ার বার্তা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা হযরত মনছব আলী ছাতাপীর (রহঃ)-এর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, ছাতাপীর (রহঃ) ছিলেন একজন সমাজসেবক, মানবপ্রেমী ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তাঁর জীবনাদর্শ সমাজে দারিদ্র্য বিমোচন, ঐক্য ও সম্প্রীতির শিক্ষা দেয়। বক্তারা সংগঠনকে আহ্বান জানান তাঁর পথ অনুসরণ করে মানবতার কল্যাণে অব্যাহতভাবে কাজ করার জন্য।
আয়োজকরা জানান, প্রথম পর্যায়ের এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। শিগগিরই দ্বিতীয় পর্যায়ে আরও ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে।স্থানীয় কৃষক সমাজ ও অতিথিরা সংগঠনের এ মহৎ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, “এটি শুধু সাহায্য নয়, বরং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।”