মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ২৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এই ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
নির্বাচিতদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১ জন। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৫ জন প্রার্থীকে।
পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন বলেন, “গত দুইটি নিয়োগের ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। কোনো প্রকার স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব ছাড়াই ৯৫০ জনের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে ২৭ জনকে নির্বাচিত করা হয়েছে। আমি আশা করব, তারা ভবিষ্যতে জনমানুষের পুলিশ হিসেবে কাজ করবে।”
জানা যায়, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৩৯ জন প্রার্থী। এর মধ্যে ৪৩ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। আজ সকাল থেকে অনুষ্ঠিত হয় মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা। এসব ধাপ পেরিয়ে ২৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে অভিভাবকসহ সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ নিয়োগ কার্যক্রমে যুক্ত পুলিশ কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।