Dhaka , মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা – আটক ১ চা বাগান শ্রমিক সর্দার হত্যার নেপথ্যে চাঞ্চল্যকর ঘটনা ভাটেরা আল মদিনা সুন্নি পরিষদের উদ্যোগে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুমারী পুজা অনুষ্ঠিত কুলাউড়ায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর দাওয়াতী মজলিস অনুষ্ঠিত কুলাউড়ায় বালু উত্তোলনে চুক্তি ভঙ্গ, ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা  কুলাউড়ায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দকে সংবর্ধনা 

বিএনপির ঐক্যবদ্ধ লড়াইয়েই জয় আসবে, কুলাউড়া বিএনপির কাউন্সিলে বললেন বক্তারা

কৌশিক আহমদ তানজিম:

আওয়ামী লীগের মন্ত্রী ও এমপি সবাই পালিয়েছে কিন্তু তাদের বীজ এই দেশে রেখে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।
জি কে গউছ বলেন, “আওয়ামী লীগের বীজ আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। একটি দল তাদের ছত্রছায়ায় সেই বীজকে গুরুত্ব দিচ্ছে এবং আগামী নির্বাচনে তাদের সহযোগিতা নিয়ে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে অনেক কঠিন লড়াই হবে এবং সেই লড়াইয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপির বিজয় হবে।”
তিনি আরও বলেন, “দেশি-বিদেশি সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বিএনপি পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ থেকে আওয়ামী লীগ পালিয়েছে ঠিকই, কিন্তু আওয়ামী শক্তি মিলে যারা আগামী জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে।”
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. রেদওয়ান খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, বকশী মিসবাহুর রহমান, ফখরুল ইসলাম, মোহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. সাইফুল আলম চৌধুরী।
প্রধান বক্তা মিফতাহ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, “বিগত ১৭ বছর বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী শেখ হাসিনার নির্যাতন থেকে রক্ষা পায়নি। ভোটের অধিকার ফিরিয়ে দিতে সিলেটের কিংবদন্তি নেতা এম ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মী নির্যাতন, গুম ও খুন হয়েছেন।”
তিনি আরও বলেন, “দেশি-বিদেশি শত্রুরা চায় না জাতীয়তাবাদী শক্তি বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে তখনই দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। আমাদের মধ্যে এখনও ব্যক্তি চর্চা রয়েছে, এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সত্যিকারভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই ঐক্য হবে ইস্পাত কঠিন।”
দলীয় সূত্র জানায়, এবারের কাউন্সিলে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের মোট ৯৩৫ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—দুইবারের সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু এবং সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার পাঁচবারের কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু।
সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, রাউৎগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল ও সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমেদ।
সিনিয়র যুগ্ম সম্পাদক পদে রয়েছেন—সাবেক সহ-সভাপতি ও জয়চণ্ডী ইউপি’র সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সারোয়ার আলম বেলাল।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন—সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ইমন, সাবেক ছাত্রনেতা সিপার আহমেদ, ব্রাহ্মণবাজার বিএনপি নেতা মহিউদ্দিন স্বপন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুলাউড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা – আটক ১

বিএনপির ঐক্যবদ্ধ লড়াইয়েই জয় আসবে, কুলাউড়া বিএনপির কাউন্সিলে বললেন বক্তারা

Update Time : ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কৌশিক আহমদ তানজিম:

আওয়ামী লীগের মন্ত্রী ও এমপি সবাই পালিয়েছে কিন্তু তাদের বীজ এই দেশে রেখে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।
জি কে গউছ বলেন, “আওয়ামী লীগের বীজ আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। একটি দল তাদের ছত্রছায়ায় সেই বীজকে গুরুত্ব দিচ্ছে এবং আগামী নির্বাচনে তাদের সহযোগিতা নিয়ে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে অনেক কঠিন লড়াই হবে এবং সেই লড়াইয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপির বিজয় হবে।”
তিনি আরও বলেন, “দেশি-বিদেশি সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বিএনপি পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ থেকে আওয়ামী লীগ পালিয়েছে ঠিকই, কিন্তু আওয়ামী শক্তি মিলে যারা আগামী জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে।”
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. রেদওয়ান খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, বকশী মিসবাহুর রহমান, ফখরুল ইসলাম, মোহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. সাইফুল আলম চৌধুরী।
প্রধান বক্তা মিফতাহ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, “বিগত ১৭ বছর বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী শেখ হাসিনার নির্যাতন থেকে রক্ষা পায়নি। ভোটের অধিকার ফিরিয়ে দিতে সিলেটের কিংবদন্তি নেতা এম ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মী নির্যাতন, গুম ও খুন হয়েছেন।”
তিনি আরও বলেন, “দেশি-বিদেশি শত্রুরা চায় না জাতীয়তাবাদী শক্তি বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে তখনই দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। আমাদের মধ্যে এখনও ব্যক্তি চর্চা রয়েছে, এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সত্যিকারভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই ঐক্য হবে ইস্পাত কঠিন।”
দলীয় সূত্র জানায়, এবারের কাউন্সিলে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের মোট ৯৩৫ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—দুইবারের সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু এবং সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার পাঁচবারের কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু।
সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, রাউৎগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল ও সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমেদ।
সিনিয়র যুগ্ম সম্পাদক পদে রয়েছেন—সাবেক সহ-সভাপতি ও জয়চণ্ডী ইউপি’র সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সারোয়ার আলম বেলাল।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন—সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ইমন, সাবেক ছাত্রনেতা সিপার আহমেদ, ব্রাহ্মণবাজার বিএনপি নেতা মহিউদ্দিন স্বপন।