
হাসান আল মাহমুদ রাজু:
কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাল্টিপারপাস নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি এড. নওয়াব আলী আব্বাছ খান ও কলেজের অধ্যক্ষ আতাউর রহমান।
১৩ সেপ্টেম্বর দুপুরে লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাল্টিপারপাস নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এম পি নওয়াব আলী আব্বাছ খান ও কলেজের অধ্যক্ষ মো: আতাউর রহমান। ভিত্তি প্রস্তর স্থাপন করে বক্তারা কলেজের মাল্টিপারপাস ভবন নির্মাণ করতে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন।এই নতুন ভবনে নামাজের স্থান ও পাঠাগার থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি শাহানাজ বাহার,মোহাম্মদ আব্দুল মালিক,সুরঞ্জিত কুমার দেব, অভিভাবক প্রতিনিধি সৈয়দ মকদ্দস আলী,মো: আরিফুল ইসলাম, মো: মাহমুদ বখত চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য জামিল আহমদ চৌধুরী, মো: হানিফ,আবু তাহের চৌধুরী, প্রতিষ্টাতা সদস্য আব্দুল মুন্তাকিম চৌধুরী, হিতৈষী সদস্য মো: উস্তার মিয়া,চিকিৎসক সদস্য ডাক্তার টি এইচ মানিক,কলেজের সহকারী অধ্যাপক নজমুল হোসেন,নাজমা বানু, মো: হেলাল খান, গোলাপ মিয়া,প্রভাষক আক্তার হোসেন,মোহাম্মদ মাওলানা মাহবুবুর রহমান, শাফায়েত উল্যা,আতাউর রহমান মুমিত,সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু,কলেজের কম্পিউটার শিক্ষক তুফায়েল বেগ সহ প্রমুখ।