মৌলভীবাজার প্রতিনিধি:
গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন – এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সেবাধর্মী কাজ। সমাজে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপসাংবাদিকতা কেবল গণমাধ্যম নয়, দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। এজন্য প্রত্যেক সাংবাদিককে সতর্ক ও সচেতন থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক মোছাঃ শাহীনা আক্তার। তিনি বলেন, “সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের চতুর্থ স্তম্ভ। দায়িত্বশীল সংবাদ পরিবেশন একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তাই সাংবাদিকদের প্রতিটি খবরে থাকতে হবে তথ্যের নির্ভরযোগ্যতা ও নিরপেক্ষতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ থেকে অপরাধ, কুসংস্কার ও গুজব দূর করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম পুলিশ প্রশাসনের সহযোগী শক্তি হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। তিনি সাংবাদিকদের পেশাগত নীতি, তথ্য যাচাই-বাছাইয়ের কৌশল, ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ ও সংবাদ উপস্থাপনের নৈতিক দিক নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এমন আয়োজন নিয়মিত হলে তারা আরও বেশি সচেতন হয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এগিয়ে নিতে পারবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
কর্মশালার সমাপনী সেশনে অতিথিরা সকল সাংবাদিককে অপসাংবাদিকতা বর্জন করে তথ্যভিত্তিক, নির্ভুল ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।