টিলাগাওঁ প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধ টিলাগাঁও রেলওয়ে স্টেশন চালু এবং সিলেটবাসীর ৮ দফা দাবি এখন গণদাবিতে রূপ নিয়েছে। এ দাবির পক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টিলাগাঁও ইউনিয়নে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুলাউড়া ৮ দফা দাবি বাস্তবায়ন পরিষদের আয়োজনে টিলাগাঁও সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আল আমিনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন—
৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস আলী, সহ-সভাপতি গোলাম শাহ এমরান চিশতি, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ছয়ফুল, ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা আল ইসলাহর যুগ্ম সম্পাদক মাওলানা এম এ শহীদসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সিলেটবাসীর ৮ দফা দাবির মধ্যে রয়েছে— দুই জোড়া স্পেশাল ট্রেন চালু, বন্ধ রেলস্টেশনগুলো পুনরায় চালু এবং বৈষম্যমুক্ত রেলসেবা নিশ্চিত করা। তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হলে আগামী ২৫ অক্টোবর থেকে সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
তাদের অভিযোগ, সড়কপথ উন্নয়নের নামে রেলপথকে অচল করে রাখা হয়েছে, যা সিলেট অঞ্চলের প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল। রেলপথ নিয়ে ষড়যন্ত্র বন্ধ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
উল্লেখ্য, রেলওয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ইতোমধ্যে কুলাউড়া, সিলেট, শ্রীমঙ্গল, ভাটেরা এবং সর্বশেষ টিলাগাঁও ইউনিয়নে একাধিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্রমেই এই ৮ দফা দাবি সিলেটবাসীর গণদাবিতে রূপ নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।