গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) বাদ যুহর ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি সূচনা হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে নানা রঙের ফেস্টুন, প্লেকার্ড বহন করে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে কালজয়ী কবিতার শ্লোক পরিবেশন করেন। “সালাম সালাম নবী সালাম সালাম”, “মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম”, “বালাগাল উলা বিকামালিহি”, “শামছুদ্দোহা আসসালাম”—এসব নাতে রাসূলের সুরেলা ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।
র্যালি ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, ভাটেরা সাইফুল তাহমিনা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ মওসুফ আহমদ, মৌলভীবাজার জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক ইসমাইল হাসান শাকিল, উপজেলা সভাপতি শামছুল ইসলাম, ইউনিয়ন আল ইসলাহর সভাপতি হাফিজ ওলিউর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
এছাড়াও ভাটেরা ইউনিয়ন তালামীয, আল ইসলাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়।
মুবারক র্যালি শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও প্রিয়নবী (সা.)-এর শাফায়াত কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।