
নিজস্ব প্রতিবেদন:
কুলাউড়া উপজেলায় ভাটেরা রেলস্টেশনসহ সিলেট অঞ্চলের সব বন্ধ রেলস্টেশন চালু এবং বৃহত্তর সিলেটবাসীর প্রাণের আট দফা দাবির বাস্তবায়নের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভাটেরা রেলস্টেশন প্রাঙ্গণে ভাটেরার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত-শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিলেট বিভাগ রেল যোগাযোগে বৈষম্যের শিকার। ব্রিটিশ আমলে গড়ে উঠা রেল যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অবহেলায় নাজুক অবস্থায় পৌঁছেছে। পথে পথে প্রায়ই ইঞ্জিন বিকল হয়, বগির সংখ্যা কম, বহু স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। ফলে প্রতিদিনই যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। বক্তারা দাবি করেন, আট দফা বাস্তবায়ন ছাড়া সিলেটবাসীর দুর্ভোগ কমবে না। যদি তা বাস্তবায়ন না হয় তবে রেলপথ অবরোধ ও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি শেখ আকমল হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সদস্য শেখ সাইফুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, ৮ দফা আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি, ভাটেরা বিএনপির সভাপতি শেখ আজাদ সিদ্দিকী, সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহ সাইফুর রহমান, ভাটেরা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শাহ আব্দুল লতিফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, সাংবাদিক এইচ ডি রুবেল, বিএনপি নেতা সিপার আহমদ, ভাটেরা ফুটবল একাদশের সভাপতি সৈয়দ হৃদয় আহমদ সদর, ভাটেরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী সামাদ আজাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারহান মুবিন তালুকদার, ভাটেরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির তালুকদার।
ভাটেরা শ্রমিক ইউনিয়নের সভাপতি জুয়েল আহমদ, ইউনাইটেড ক্লাবের সভাপতি তাজুল ইসলাম, ভাটেরা ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক কাওছার আহমদ, উপজেলা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক শাহ রাহিব, ভাটেরা বাজারের ব্যবসায়ী শাহ হাফিজ অলিদ আহমেদ, মারুফ খান স্বপন, শাহ আব্দুস শুকুর, আহমেদ সুহেল, ভাটেরা কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক মাধব চক্রবর্তী, সমাজকর্মী শেখ শামীম, ছাত্রদল নেতা শাহ সাজু, ক্রীড়া সংগঠক শাব্বির আহমদ সাগর তালুকদার, সাবেক ছাত্র নেতা রুহুল আহমদ, সংবাদকর্মী অমিত মল্লিক প্রমুখ।
উপস্থিত ছিলেন, ভাটেরা ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর আহমদ তালুকদার,
বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলার সভাপতি, ফয়জুল ইসলাম সিদ্দিকী, জামাত ইসলামী ভাটেরার অন্যতম নেতা মাওলানা ছালেহ আহমদ,
ভাটেরা বাজার বণিক সমিতির সভাপতি, লোকমান মিয়া তালুকদার, ষ্টেশন বাজারের ব্যবসায়ী, জুবেল আহমেদ, সৈয়দ শফিক আহমদ, আযাদুর রহমান তালুকদার, ষ্টেশন বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ শাহ ছালেক আহমদ, সদস্য আব্দুস সামাদ তালুকদার সহ অনান্য রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ।
আট দফা দাবী
১. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু।
২. সিলেট-আখাউড়া রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা।
৩. সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু।
৪. সিলেট অঞ্চলের সব বন্ধ রেলস্টেশন পুনরায় চালু।
৫. কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বৃদ্ধি।
৬. সিলেট-ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রা বিরতি বন্ধ।
৭. সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন।
৮. যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন।
আন্দোলনের পটভূমি
উল্লেখ্য, সিলেটবাসীর প্রতি রেলওয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে আন্দোলনকারীরা। গত ৯ আগস্ট কুলাউড়া রেলওয়ে স্টেশনে মানববন্ধন, ১১ আগস্ট রেল উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান, ১৬ আগস্ট সিলেট রেলস্টেশনে মানববন্ধন এবং ২৩ আগস্ট শ্রীমঙ্গল স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া ৩০ আগস্ট কুলাউড়া জংশনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দাবি আদায়ের পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
আগামী ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এক বিশাল গণ-অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আর অক্টোবরের শুরুতে আট দফা দাবি বাস্তবায়ন না হলে সিলেট বিভাগের সাথে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।