কুলাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যার একমাত্র আসামি জুনেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে মৌলভীবাজার আদালত।
৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক আদালতে হাজির হয়ে তৃতীয়বারের মতো জুনেলের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের খবর পেয়ে নিহত আনজুমের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। এর আগে জুনেলকে দুই দফায় আদালতে তোলা হলেও যথাযথ রিমান্ড না পাওয়ায় এলাকায় ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ওসি ওমর ফারুক জানান, “আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
উল্লেখ্য, হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় পুলিশ আসামি জুনেলকে গ্রেফতার করে। প্রথমে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলেও এবার রিমান্ডে বিস্তারিত তথ্য উদঘাটনের আশা করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।