
কৌশিক আহমেদ তানজিম :
সিলেট বিভাগের অহংকার, বাংলাদেশ আধুনিক অর্থনীতির জনক ও উন্নয়নের রূপকার মরহুম এম সাইফুর রহমান সাহেবের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গরিব-দুস্থদের মাঝে নগদ অর্থ ও শিরনী বিতরণ করা হয়।
শুক্রবার বাদ মাগরিব কুলাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে,এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া বিএনপির আহবায়ক জনাব রেদওয়ান খান।
অনুষ্ঠানের আয়োজন করেন প্রফেসর ড.
সাইফুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা বিএনপি।সভাপতি, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া ও সভাপতি জিয়া পরিষদ যুক্তরাজ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব এডভোকেট আবেদ রাজা, ৬ নং কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান সালাম, জনাব আব্দুল মন্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক কুলাউড়া পৌর বিএনপি। জনাব শেখ মো. শহিদুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক উপজেলা বিএনপি প্রমুখ ।
এ ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীও উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের আলোচনায় মরহুম এম সাইফুর রহমানের উন্নয়নের রাজনৈতিক ও অর্থনৈতিক অবদানের কথা স্মরণ করেন। অধ্যাপক সাইফুল বলেন, মরহুম এম সাইফুর রহমান উনাকে খুবই স্নেহ করতেন আর তাই তিনি রেলপথে আসলে শ্রীমঙ্গলে না নেমে কুলাউড়া নেমে মৌলভীবাজার উনার নিজের বাড়িতে যেতেন এবং এর ফলে মন্ত্রী মহোদয় কুলাউড়া মুখী হওয়ার কারনে ঐ সময় কুলাউড়ার রেকর্ড পরিমান উন্নয়ন হয় । তিনি আর ও বলেন “ আমি আজ ও কুলাউড়ার যে দিকে তাকাই আমার নেতা মরহুম এম সাইফুর রহমান কে দেখি, কুলাউড়ার প্রতিটি ওলিতে গলিতে রাস্তা ঘাটে, স্কুল কলেজ মাদ্রাসা তথা উন্নয়নের প্রতিটি পরতে পরতে আমি সাইফুর রহমান কে দেখি।” বাংলাদেশের আধুনিক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে এম সাইফুর রহমানের ভূমিকা অনন্য। সিলেট বিভাগসহ সারাদেশে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। পরিশেষে তিনি বলেন, উনার সুযোগ্য ছেলে এম নাসের রহমান ও এমপি হলে মন্ত্রী হবেন এবং উনার বাবার মত কুলাউড়া তথা সমস্ত সিলেটবাসীর উন্নয়নে অবদান রাখবেন ।
অনুষ্ঠান শেষে মরহুম এম সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও দুস্থদের মধ্যে নগদ অর্থ ও শিরনী বিতরণ করা হয়।