
হাবিবুর রহমান হোসাইন :
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক মুবারক র্যালি। হাজারো আশিকে রাসূল ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুলাউড়ার আকাশ-বাতাস মুখরিত হয়ে উঠে।
সকাল থেকে শহরস্থ আলালপুর আত্তরখার (রহ.) হাফিজিয়া মাদরাসা মাঠে বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১১টা থেকে জুম্মার নামাজের পূর্ব পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা হয়। জুম্মার নামাজ শেষে বের হয় বর্ণাঢ্য র্যালি।
র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে নেন প্রিয়নবীর শানে রচিত কালজয়ী কবিতার শ্লোক অঙ্কিত ফেস্টুন ও প্লেকার্ড। সমবেত কণ্ঠে ধ্বনিত হয় সালাম ও প্রশংসাগীতি। হাজারো কণ্ঠের সমবেত নাত পরিবেশনার ধ্বনি শহরের প্রতিটি সড়কে ছড়িয়ে পড়ে।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, জেলা সহ সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, উপজেলা তালামীয সভাপতি মুহাম্মদ শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য শীর্ষ নেতা, আলেম-ওলামা এবং সর্বস্তরের আশিকে রাসূল। র্যালির কারণে সাময়িক যানজট সৃষ্টি হলেও শহরবাসী স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেন।
কৃতজ্ঞতা প্রকাশ: র্যালিকে সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের জনসাধারণ, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা তালামীযের সভাপতি ও সম্পাদক। একইসাথে যাতায়াতে বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তাঁরা।