কুলাউড়া প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ভাটেরা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত মল্লিক এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সুবাস কর। এছাড়া সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মিরা মালাকার, স্বপন মালাকার, শীতল মালাকার, বিধান দেব, বিমল মৃধা, হৃদয় মল্লিক, সৌরভ মল্লিক, নিলয় চক্রবর্তী, উজ্জ্বল কর, আকাশ দাস ও আকাশ মালাকার।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন— আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ ইউনিট কমিটি গঠন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দে সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ভাটেরা ইউনিয়নসহ কুলাউড়ার সর্বত্র সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, পূজা উদযাপন ফ্রন্ট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী দিনে সনাতন সমাজের দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।