
আশরাফুল ইসলাম জুয়েল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সমগ্র কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির
ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সভাপতি ওসমানী স্মৃতি পরিষদ সংযুক্ত আরব আমিরাত, সভাপতি কুলাউড়া বিজনেস এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত, কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সহ সভাপতি ও বিএনপি নেতা সংযুক্ত আরব আমিরাত, নজরুল ইসলাম লিটন তালুকদার।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। নজরুল ইসলাম লিটন তালুকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।তিনি আরো বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে করেছিলো স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকল আন্দোলনে সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।