
ডেস্ক রিপোর্ট :
সিলেটের সাদা পাথর সংরক্ষণ, পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট ল’ইয়ার্স এসোসিয়েশনের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা উল্লিখিত দাবিগুলো তুলে ধরেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উদ্যোক্তা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট আলমগীর হোসেন। এতে বক্তৃতা করেন লাখাই সমিতির উপদেষ্টা মাহবুব আলম মালু, সিলেট সমিতির সাবেক সম্পাদক প্রিন্স বাহার আহমদ চৌধুরী, দৈনিক সিলেট বাণীর সাব এডিটর চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ উন্নয়ন ও যোগাযোগ পরিষদের সম্পাদক কুতুব উদ্দিন সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক শফিকুর রহমানসহ সিলেটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।