বিশেষ প্রতিনিধি | কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর বাবুরগুল গ্রামে প্রবাসী ছাত্রলীগ নেতা নজমুল আহমদ সানির বাড়িতে সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে একটি গৃহপালিত গাভী আগুনে পুড়ে মারা গেছে এবং পরিবারের দুই সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৫ ইং সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একদল সন্ত্রাসী সানির বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেয়। পরে বাড়ির গরুর ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে একটি গাভী দগ্ধ হয়ে মারা যায়। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হামলায় আহত হন নজমুল আহমদ সানির মা মোছাঃ লাভলী বেগম ও বাবা মোঃ হানিফ মিয়া। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশ ফিরলে নজমুল আহমদ সানিকে হত্যার হুমকিও দিয়েছে।
নজমুল আহমদ সানি ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোঃ হানিফ মিয়া ও মোছাঃ লাভলী বেগমের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার সহ-সভাপতি এবং তার পরিবার আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। বর্তমানে তিনি প্রবাসে অবস্থান করছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারী মোঃ আযাদ মিয়া সিদ্দিকী ও তার ছেলে বেলাল সিদ্দিকী বিএনপি সমর্থক। এছাড়া দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে পরিবারটির দাবি।
পরিবারের আরও অভিযোগ, স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি (জামায়াত সমর্থিত) পূর্বেও মিথ্যা রেজুলেশনের মাধ্যমে সানির পরিবারকে সমাজচ্যুত করার চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“এই বিষয়ে ফোনে কিছু বলা সম্ভব নয়, অফিসে এসে কথা বলতে হবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন,
“আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, নজমুল আহমদ সানির পরিবার আশঙ্কা প্রকাশ করে জানান, তাদের ছেলে দেশে ফিরলে তার প্রাণনাশের ঝুঁকি রয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।