
মিফতা আহমদ রাফি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে কাউন্সিলরদের গোপন ভোটে নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় একটি চায়নিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খানকে প্রধান নির্বাচন কমিশনার এবং এডভোকেট এ এন এম খালেদ, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম ও আব্দুল মুহিত চৌধুরীকে সদস্য নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা করা হয়।
সভায় জানানো হয়, প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ৩০ আগস্ট, জমা দেওয়ার শেষ দিন ৩১ আগস্ট এবং প্রত্যাহার ও যাচাই-বাছাই হবে ২ সেপ্টেম্বর।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল খান ও জলিল জামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
এছাড়া আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল, শামীম চৌধুরী, আবদুল মজিদ, আবু সুফিয়ান প্রমুখ।
সভায় জানানো হয়—কুলাউড়ার ১৩টি ইউনিয়নের মোট ৯২৩ জন ভোটার এ কাউন্সিলে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন বলেন, “দেশে নির্বাচন বানচালের পাঁয়তারা চলছে। বিনিয়োগ আটকে গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। এজন্য দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।”
তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতৃত্ব নির্বাচনে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এখানে প্রতিযোগিতা থাকবে, তবে কোনো প্রতিহিংসার জায়গা থাকবে না। ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে।”
সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দলের আগামীদিনের নেতৃত্ব বাছাইয়ে দুর্দিনের ত্যাগী নেতাদের গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই যেন দুর্দিনের অবদান ভুলে যাওয়া না হয়।”