নিজস্ব প্রতিবেদন:
ভাটেরা স্টেশন বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও ১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। দেশ ও প্রবাস থেকে যারা এ উদ্যোগে আর্থিক ও মানসিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে রবিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি শেখ আকমল হোসেন তালুকদার। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম।
সভায় বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুনাইম ঝুরু, মুহিবুর রহমান, আজাদ মিয়া, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হ্রদয় আহমদ সদর, ব্যবসায়ী জালাল আহমদ, মারুফ খান সপন, ইঞ্জিনিয়ার সোহাগ, আহমদ, জুবেল আহমদ, আব্দুল করিম তালুকদার, রায়হান আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ভাটেরা স্টেশন বাজারে নিরাপত্তা জোরদারে অতীতে প্রবাসীদের সহযোগিতায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বর্তমানে কয়েকটি ক্যামেরা অচল হয়ে যাওয়ায় বাজারের তরুণ ব্যবসায়ীরা আবারও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ক্যামেরা স্থাপনের মাধ্যমে চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বণিক সমিতির কোষাধ্যক্ষ শাহ ছালেক আহমদ, সাংগঠনিক সম্পাদক, লিটন আহমদ, সদস্য আব্দুস সামাদ তালুকদারসহ অনেক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।