
মিফতা আহমদ রাফি
কুলাউড়ায় গৌড়করণ ছাতাপীর (রহঃ) ছাহেব বাড়ি প্রাঙ্গণে হযরত ছাতাপীর রহঃ ইবতেদায়ী মাদ্রাসায় জালালাবাদ ট্রেনিং একাডেমির উদ্যোগে সনদ বিতরণী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২৩ আগস্ট ২০২৫ দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম, সাবেক ছাত্র জালালাবাদ ট্রেনিং একাডেমি। সভাপতিত্ব করেন খন্দকার অজিউর রহমান আসাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিন আক্তার চৌধুরী মুন্নি, সাবেক সদস্য, জেলা পরিষদ মৌলভীবাজার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মাওলানা আব্দুস শুকুর সরকুম, সভাপতি হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ, মাসুম আহমদ, প্রধান প্রশিক্ষক জালালাবাদ ট্রেনিং একাডেমি, হেলাল আহমদ, সাধারণ সম্পাদক হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ, সাইদুজ্জামান চৌধুরী, লন্ডন প্রবাসী,কামারুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কুলাউড়া,আমিনুল ইসলাম, পর্তুগাল প্রবাসী, জালাল আহমদ, কাতার প্রবাসী,রুহেল আহমদ, সাবেক ছাত্র জালালাবাদ ট্রেনিং একাডেমি,মোঃ সেলিম আহমদ, শিক্ষক হযরত ছাতাপীর রহঃ ইবতেদায়ী মাদ্রাসা, মাওলানা তারেক আহমদ, শিক্ষক হযরত ছাতাপীর রহঃ ইবতেদায়ী মাদ্রাসা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তোলার মাধ্যম। প্রবাসীরা যেভাবে দেশের বাইরে থেকেও শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখছেন, সেটি নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে যা-ই করবেন না কেন, সততা, অধ্যবসায় ও সঠিক পথে চলাই হবে সফলতার মূল চাবিকাঠি।
অনুষ্ঠানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিদায়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের আবৃত্তি, কোরআন তেলাওয়াত ও দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Reporter Name 











