সিলেট মহানগর প্রতিনিধি : সজল আহমেদ
সিলেট মহানগর ছাত্রদলের নবঘোষিত কমিটিতে দায়িত্ব পাওয়ায় দুই কলেজ ছাত্রদল নেতাকে ঘিরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হয়েছেন মো. মাহফুজুর রহমান তামীম এবং সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুহিবুর রহমান মারজান। নতুন কমিটি ঘোষণার পর বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নবনির্বাচিত এ দুই নেতার নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে নগরীর আল্লাহু পয়েন্ট থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি আল্লাহু পয়েন্ট থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
মিছিলে মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।