
কুলাউড়া টুডে ভাটেরা প্রতিনিধি: মারজান চৌধুরী
সিলেটে অনুষ্ঠিত Sylhet Summer 30K Challenge প্রতিযোগিতায় ৮০০ জনের বেশি রানার্স এর মধ্যে থেকে ১০ কিলোমিটার ক্যাটাগরিতে চ্যাম্পিয়নের খেতাব জিতে নজর কাড়লেন ভাটেরার কৃতি সন্তান মুহিবুর রহমান রাহি। দেশের নানা জেলা ও বিদেশ থেকেও অংশ নেওয়া দক্ষ দৌড়বিদদের পেছনে ফেলে রাহি দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে প্রথম স্থান দখল করেন।
প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর দৌড়ের গতি ও কৌশল দর্শকরা অভিভূত হয়। প্রতিটি স্ট্যাম্পিং পয়েন্টে উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো প্রতিযোগিতা এলাকা।
রাহির এই সাফল্যে ভাটেরা ছাড়াও সিলেটের ক্রীড়ামহলে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সরাসরি শুভেচ্ছা জানাচ্ছেন দেশ-বিদেশের বন্ধু, আত্মীয় ও সাধারণ মানুষ। স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
মুহিবুর রহমান রাহি বলেন, “এটা শুধুই আমার অর্জন নয়। আমার পরিবার, প্রশিক্ষক ও ভাটেরার মানুষদের সমর্থন আমাকে এই সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতে আমি আরও বড় অর্জন করতে চাই এবং দেশের ক্রীড়া মান উজ্জ্বল করতে চাই।”
ভাটেরার ক্রীড়াপ্রেমীরা জানিয়েছেন, রাহির এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ক্রীড়ার প্রতি উৎসাহ ও আগ্রহ বৃদ্ধি করবে।