
দেওয়ান মুনাকিব চৌধুরী
শহরে যানজট নিরসনের লক্ষে, মৌলভীবাজার পুলিশ প্রশাসনের ট্রাফিক বিভাগ গত ২১ শে আগষ্ট এক নির্দেশে আগামি পহেলা সেপ্টেম্বর থেকে শহরে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ ঘোষনা করেছেন।
এই ঘোষনার পর থেকে অটো রিক্সার চালকদের মনে চিন্তার ভাঁজ পরেছে। এই শহরে বেশীর ভাগ অটো রিকশা চালক দেশের বিভিন্ন জেলার ভুমিহীন, নদী ভাঙ্গা হতদরিদ্র খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দু’মোটো ভাতের আশায় তারা শ্রম বিক্রি করতে এই শহরে এসেছে। তাদের এই অনিশ্চিত জীবনের সাথে তাদের পরিবারের কয়েক হাজার সদস্যের জীবনও ঝুঁকির মধ্যে পরেছে।
আব্দুস সালাম নামে এক অটোরিকশা চালক বলেন, “আমাগো কথা কেডায় হুনব আমরা হইতাছি গরীব মানুষ, আমরা’ত, হেতেরার মতো দুর্নীতি হইরা লক্ষ লক্ষ টিয়া বাড়ি গাড়ি করইতে হারিনাই, রিশকা চালাইয়াই চারডা ভাত খাই বৌ পোলাইনগরে খাওয়াই” সে যখন এই কথা গুলো বলছিল তার চুখে মুখে বিষাদের ছাপ। সে বলছিল এই অবস্থায় বাড়িতে গিয়ে না খেয়ে থাকা ছাড়া আর উপায় নেই। এরকম শত শত রিকশা চালক অনিশ্চিত জীবনের মধ্যে পরেছে।
মুল বিষয় হচ্ছে শহরে তুলায় মানুষের সংখ্যা অত্যধিক বেশী এবং স্বাভাবিক ভাবেই সড়কের তুলনায় যানবাহনে সংখ্যা বেশী। শহরকে প্রসারিত করতে হবে বিকল্প সড়ক তৈরি করতে হবে। যানবাহন বন্ধ করে যানজট কমানো কতটা যাবে,সেটা ভবিষ্যতেই বলে দিবে।