রাজনগর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলার উদ্যোগে আজ শুক্রবার উপজেলা পর্যায়ের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর জননেতা জনাব আবুর রাইয়ান শাহীন এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী মিছবাহ উল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা আমীর জননেতা মু. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, জেলা আমীর জননেতা ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও জেলা সেক্রেটারী জননেতা মু. ইয়ামির আলী।
দারসে কোরআনের মাধ্যমে শিক্ষা বৈঠক শুরু করেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মু. হারুনুর রশিদ তালুকদার। এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এম এ শহিদ।

শিক্ষা বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও শ্রমিক নেতা শেখ মু. শাহাব উদ্দিন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মু. আইয়ুব আলী, জাহাঙ্গীর আহমদ মুহিত, এম আর উল্লাহ, আবু লাবিব, সদর ইউনিয়ন আমীর জননেতা দেলওয়ার হোসাইন বাবলু, নায়েবে আমীর আব্দুর রউফ লিটন, সেক্রেটারী মিছবাউজ্জামান খানসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সেক্রেটারীগণ।
সভায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের উন্নয়ন এবং শিক্ষা ও সচেতনতা বিস্তারের নানা দিক নিয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।