আশরাফুল ইসলাম জুয়েল:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গণঅধিকার পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টায় শহরের স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রহমান এম আব্দুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হেলাল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের এমপি প্রার্থী জনাব অপু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মখলিছুর রহমান এবং নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আইয়ুব আলী।
অতিথিরা উনাদের বক্তব্য বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে নির্বাচন করবেন প্রবাসী অধিকার পরিষদের সহ-রাজনৈতিক বিষয়ক সম্পাদক, কুলাউড়া কৃতি সন্তান জননেতা জনাব খন্দকার সাইদুজ্জামান সুমন।
সভায় কুলাউড়া উপজেলা গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।