রবির বাজার প্রতিনিধি: ময়জুল ইসলাম
কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে প্রাইম ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) , উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজোয়েনাল হেড হুমায়ুন কবির, কুলাউড়া প্রাইম ব্যাংকের ম্যানেজার নাসির উদ্দীন লাবলু, বিশিষ্ট সমাজ ও ব্যবসায়ি আমহদ মাহমুদুজ্জামান ডিপু, রবিরবাজার প্রাইম শাখার পরিচালক সামছুর রহমান, মাও সৈয়দ আব্দুল খালিক, কাজী মাওলানা রফিকুল ইসলাম, ব্যবসায়ি বাবুল আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানান, এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে এখন রবিরবাজার এলাকার মানুষ ঘরে বসেই বিভিন্ন ব্যাংকিং সেবা পাবেন—যেমন: টাকা জমা, উত্তোলন, বিকাশ/নগদ লেনদেন, বিল প্রদানসহ নানা সুবিধা।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি এলাকার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের ব্যাংকিং সেবা পাওয়া আরও সহজ হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।