নিজস্ব প্রতিবেদন
সম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সাপের কামড়ে আহত ও নিহত হওয়ার খবর উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদে কৃষিজমি, জলাশয় ও বাড়ির আশপাশে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় জনজীবনে আতঙ্ক বিরাজ করছে।
এমতাবস্থায় সচেতন মহল জানিয়েছেন, সাপের কামড়ের পর দ্রুত চিকিৎসা না পাওয়ায় অনেক প্রাণহানি ঘটছে। শুধু তাই নয়, কুকুরের কামড় কিংবা হঠাৎ দুর্ঘটনায় আহত রোগীরাও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে যথাযথ চিকিৎসা না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তাই অবিলম্বে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, দক্ষ চিকিৎসক ও জরুরি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানানো হয়েছে।
সতর্কতামূলক দিকনির্দেশনা :সাপের কামড়ের পর কোনোরূপ বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে নিতে হবে।কুসংস্কার নয়, বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করলেই জীবন রক্ষা সম্ভব।উপজেলা পর্যায়ে দ্রুত চিকিৎসা ব্যবস্থা চালু হলে অযথা প্রাণহানি রোধ করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।